সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ১০ জন আহত 

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ ১০ জন আহত 

লক্ষ্মীপুরের রামগঞ্জে ইছাপুর ইউনিয়নের সোন্দড়া দিদার বাড়িতে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পূর্ব শত্রুতার জের ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। 

আহতরা হলেন আবদুর কাদের বাচ্চু  (৭০), জহিরুল ইসলাম(৪৫) জসিম উদ্দিন (৪০), জাহিদ হোসেন(৩২), জাহাঙ্গীর আলম (৪০), সাইফুল ইসলাম(২০), ফরহাদ হোসেন (২২), জেসমিন আক্তার (৩৫) ও শিশু সাবিনা আক্তার (৩)। এ সময় জহির, জসিম ও জাহিদের বসতঘর ভাংচুর করা হয়। আহতদের রামগঞ্জ ও ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানাযায়, সোন্দড়া ব্যাপারী বাড়ির বিল্লালের ঘরের সামনে জহিরুল ইসলাম ও আব্দুল কাদেরের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় আব্দুল কাদেরের ছেলে সাইফুল ইসলাম ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হয়ে প্রতিপক্ষ জহিরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। 

মুহুর্তের মাঝে দু‘পক্ষের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংঘর্ষ শেষে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সাইফুল ইসলামের নেতৃত্বে বসতঘর ভাংচুর করে।

খবর পেয়ে রামগঞ্জ থানার এসআই ময়নাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, জহির ও কাদেরের মাঝে  সম্পত্তি নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এরপূর্বেও তাদের  মাঝে বহুবার  মারামারির ঘটনা ঘটে। 

এই ব্যাপারে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বলেন, ওই ঘটনায় পুলিশ পাঠিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে  তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

টিএইচ